ভ্রাম্যমাণ আদালতের গাড়ি দেখে খালে ঝাঁপ দিলেন চার যুবক
কঠোর লকডাউনের মধ্যে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় একটি রাস্তায় আড্ডা দিচ্ছিলেন ১০-১২ জন যুবক। তাদের কারো মুখেই ছিল না মাস্ক। এ অবস্থায় হঠাৎ করে সেখানে এসে পড়ে ভ্রাম্যমাণ আদালতের গাড়ি। এসময় শাস্তি বা জরিমানা গোনার আতঙ্কে দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকেন তারা। কেউ কেউ ধানক্ষেতের মধ্য দিয়ে দৌড়ে পালান। তাদের মধ্যে চারজন যুবক রাস্তার পাশে খালে ঝাঁপ দেন। খাল সাঁতরে অপর প্রান্তে পৌঁছে তারাও দৌড়ে পালিয়ে যান।
এমনই ঘটনা ঘটেছে বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেলে উপজেলার রাজিহার ইউনিয়নের বাশাইল-মাগুরা সড়কে।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত তার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। বিকেল সাড়ে ৫টার দিকে রাজিহার ইউনিয়নের মাগুরা বাজার সংলগ্ন রাস্তার পাশে আড্ডা দিচ্ছিলেন ১০-১২ জন যুবক। তাদের কারো মুখেই মাস্ক ছিল না। তারা ভ্রাম্যমাণ আদালতের গাড়ি দেখে ছোটাছুটি শুরু করেন। তাদের মধ্যে চারজন খালে ঝাঁপ দেন।
ভ্রাম্যমাণ আদালতের আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাশেম জানান, কঠোর লকডাউন কার্যকরে প্রতিদিন অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে অভিযানে যখন মানুষকে বাইরে বের হওয়ার কারণ জানতে চাওয়া হচ্ছে তখন তারা বিভিন্ন কারণ বলছেন। প্রত্যেকেই জরুরি কারণ দেখাচ্ছেন। তবে যৌক্তিক কারণ ছাড়া ঘর থেকে বের হওয়া ব্যক্তিদের বাড়িতে পাঠিয়ে দেয়া হচ্ছে।
সাইফ আমীন/এসআর/জেআইএম