ঈশ্বরদী থেকে সহযোগীসহ আড়ানী মেয়র মুক্তার গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৯:৩৪ এএম, ০৯ জুলাই ২০২১

প্রতিপক্ষ প্রভাষক মনোয়ার হোসেন মজনুর বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলীকে পাবনার ঈশ্বরদী উপজেলা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৯ জুলাই) ভোর ৫টার দিকে তাকে ঈশ্বরদী উপজেলার পাকশী ফুরফুরা শরীফের পিছনের দিকের এক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতেখায়ের আলম।

তিনি বলেন, মঙ্গলবার রাতে শিক্ষকের করা মামলার পর মেয়রের বাড়িতে তাকে গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করা হয়। অতঃপর তার বাড়ি সার্চ করে চারটি অস্ত্র, বেশ কিছু মাদক ও নগদ ৯৫ লাখ টাকা পাওয়া যায়। এতে তার স্ত্রী ও দুই ভাতিজাকে গ্রেফতার করা হলেও মেয়র মুক্তার আলী পালিয়ে যান।

‘পরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আজ ভোরে ঈশ্বরদী উপজেলার পাকশী এলাকা থেকে তার এক নিকটাত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। মেয়র মুক্তারের সঙ্গে রজন নামে তার এক সহযোগীকেও আটক করা হয়েছে।’

তিনি বলেন, মেয়রসহ আটক ব্যক্তিকে ভোরে গ্রেফতার করে আজ সকাল সাড়ে ৬টার দিকে রাজশাহী নিয়ে আসা হয়েছে। তার বাড়িতে আরেক দফায় তল্লাশি চলছে। সেই সঙ্গে মেয়রের সহযোগী রজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তল্লাশি ও তদন্ত শেষে এ বিষয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও জানান জেলা পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

ফয়সাল আহমেদ/এআরএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।