কাপ্তাইয়ে দফায় দফায় গোলাগুলি, নিহত ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৮:২২ এএম, ০৯ জুলাই ২০২১
ফাইল ছবি

রাঙ্গামাটির কাপ্তাইয়ে দুটি সন্ত্রাসী গ্রুপের মধ্যে কয়েক দফায় গোলাগুলিতে এক ব্যক্তি (৪৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার ( ৮ জুলাই) বিকেলে সীমান্তবর্তী তিনছড়ি নোয়াপাড়া এলাকায়।

পুলিশ জানায়, বিকালে কাপ্তাই ও রাজস্থলী উপজেলার সীমান্তবর্তী তিনছড়ি নোয়াপাড়া এলাকায় আঞ্চলিক দলগুলোর দুটির সন্ত্রাসী গ্রুপের মধ্যে কয়েক দফায় গুলি বিনিময়ের ঘটনা ঘটে। বিকালে গুলি বিনিময়ের পর নিকটবর্তী জোন থেকে সেনাবাহিনীর একটি টহল দল সেখানে গেলে সন্ত্রাসীরা স্থান ত্যাগ করে পালিয়ে যান। এসময় সেনা সদস্যরা সেখানে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন।

তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানাতে পারেনি কোনো সূত্রই। তবে তার আনুমানিক বয়স প্রায় ৪৫ বছর বলে জানা গেছে।

রাইখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ছায়ামং মারমা জানিয়েছেন, ওই এলাকা থেকে গুলাগুলির খবর আমিও পেয়েছি, তবে কেউ মারা গেছে কিনা জানি না।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ জানিয়েছেন, দিনের বেলায় দুর্গম সেই এলাকায় গোলাগুলির ঘটনার পর বিকালে সেখানে একজনের মরদেহ পড়ে থাকার খবর শুনে পুলিশ সেখানে যান। পরে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

শংকর হোড়/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।