বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১


প্রকাশিত: ০৯:৪৩ এএম, ০৯ ডিসেম্বর ২০১৫
প্রতীকী ছবি

বাগেরহাটে ট্রাকচাপায় পিষ্ট হয়ে রেজাউল হাওলাদার (৩৫) নামের এক ভ্যানচালক নিহত ও ট্রাকের চালকসহ তিনজন আহত হয়েছেন। বুধবার সকালে খুলনা-বাগেরহাট মহাসড়কের ষাটগম্বুজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ভ্যানচালক রেজাউল হাওলাদার ষাটগম্বুজ ইউনিয়নের সুন্দরঘোনা এলাকার মিরাজ হাওলাদারের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে খুলনা-বাগেরহাট মহাসড়কের ষাটগম্বুজ এলাকায় শরণখোলা থেকে ধান বোঝাই করে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আশা দ্রুতগামী একটি ট্রাক পেছন থেকে ভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ভ্যানচালক নিহত হন। এসময়  ট্রাকটি খাদে পড়ে যায়।

এসময় ট্রাকের চালক মো. জালাল (৪০), ট্রাকের হেলপার আরিফুল হাওলাদার (১৮) ও মুজিবর রহমান (৪০) নামের একজন আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করেন।

শওকত আলী বাবু/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।