ইন্দুরকানীতে ইউএনও’র বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
পিরোজপুরের ইন্দুরকানীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মুহাম্মদ আল মুজাহিদের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন গ্রামবাসী।
বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে উপজেলা প্রাঙ্গনে সর্বস্তরের জনগণের আয়োজনে বিভিন্ন গ্রামের কয়েক শতাধিক মানুষ এ মানববন্ধন করেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা মানববন্ধনে অংশ নেন।
মানবন্ধনে বক্তারা উপজেলায় চলমান বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সুসম্পন্ন করার জন্য হোসাইন মুহাম্মদ আল মুজাহিদকে খুব প্রয়োজন বলে জানান।
পরে মানববন্ধন শেষে ইউএনওর অফিসকক্ষ ঘেরাও করেন তারা। এ সময় তাদের সান্ত্বনা দিয়ে সরকারের আদেশ মেনে নেয়ার অনুরোধ জানান ইউএনও হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ। তার এ কথা শুনে অনেকে কান্নায় ভেঙে পড়েন।
জানা যায়, আল মুজাহিদ ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর ইন্দুরকানীতে ইউএনও হিসেবে যোগ দেন। এরপর থেকে ইন্দুরকানীকে একটি মডেল উপজেলা হিসাবে গড়ে তোলার জন্য বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করেন। এরমধ্যে অন্যতম উপজেলার চন্ডিপুরের শ্যামলী নিসর্গ ম্যানগ্রোভ ফরেস্টে পর্যটনকেন্দ্র গড়ে তোলা। এছাড়া অসহায় মানুষদের বিভিন্নভাবে সহযোগিতা করায় তিনি বেশ জনপ্রিয়তা অর্জন করেন উপজেলায়। এদিকে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ঘর বিতরণ করেও সুনাম অর্জন করেন তিনি।
উল্লেখ্য, গত ২৯ জুন বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংস্থাপন-১ শাখার অফিস আদেশে ইন্দুরকানীর ইউএনও হোসাইন মুহাম্মদ আল মুজাহিদকে বরগুনা জেলার পাথরঘাটার ইউএনও পদে বদলি করা হয়। ইন্দুরকানী উপজেলায় বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ের ইউএনও লুৎফুন্নেসা খানমকে পদায়ন করা হয়। তিনি বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন।
এসএমএম/জিকেএস