হোসি কুনিও হত্যা : মাসুদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা
রংপুরে জাপানি নাগরিক হোসি কুনিও হত্যা মামলার প্রধান আসামি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির আঞ্চলিক কমান্ডার মাসুদ রানাকে অস্ত্র মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতে হাজির করে পীরগাছা থানার একটি অস্ত্র মামলায় আসামি হিসেবে গ্রেফতার দেখানোর আবেদন জানালে আদালত তা মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
পীরগাছা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আতিকের আবেদনের পরিপ্রেক্ষিতে রংপুরের চিফ জুডিশিয়াল ম্যাজেস্ট্রেট মোস্তাক আহাম্মেদ এ আদেশ দেন। সেই সঙ্গে মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২০ ডিসেম্বর দিন ধার্য করেন আদালত।
এর আগে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মাসুদকে বুধবার দুপুরে রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে রংপুর আদালতে হাজির করা হয়।
উপ-পরিদর্শক (এস আই) আতিক আবেদনে উল্লেখ করেন, জেএমবি নেতা মাসুদ রানাকে পীরগাছা থেকে আটক করার সময় তার কাছ থেকে ৫৪টি গ্রেনেড তৈরির লোহার ডিভাইস, জাপানি নাগরিক হত্যার ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়। বিজ্ঞ বিচারক শুনানি শেষে মাসুদ রানাকে অস্ত্র আইনের মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। পরে তাকে কঠোর পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে আবারও কারাগারে পাঠানো হয়।
রংপুরের প্রধান আইন কর্মকর্তা পিপি আব্দুল মালেক অ্যাডভোকেট জেএমবি নেতা রানাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করার বিষয়টি নিশ্চিত করেন।
জিতু কবীর/এসএস/এমএস