লাশবাহী অ্যাম্বুলেন্সের চাবি আটকে রাখার ঘটনা তদন্তে কমিটি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৮:৪৩ এএম, ০৮ জুলাই ২০২১
ফাইল ছবি

চাঁদার দাবিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে করোনা রোগীর লাশ বহনকারী অ্যাম্বুলেন্স আটকে চাবি ছিনিয়ে নেয়ার ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (৭ জুলাই) বিকেলে মেডিকেল কলেজের অধ্যাপক ডা. আফতাব উদ্দিনকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

তদন্ত কমিটি গঠনের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডা. চিত্তরঞ্জন দেবনাথ।

তিনি বলেন, ‘বিকেলে কলেজ কর্তৃপক্ষ অধ্যাপক ডা. আফতাব উদ্দিনকে প্রধান করে এ ঘটনা তদন্তে কমিটি গঠন করে। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।’

ডা. চিত্তরঞ্জন দেবনাথ আরও বলেন, ‘ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের বিরুদ্ধে হাসপাতালের সামনে করোনা রোগীর লাশবাহী অ্যাম্বুলেন্স আটকে চাবি নেয়ার অভিযোগের বিষয়টি তদন্ত করতেই কমিটি গঠন করা হয়েছে। তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

উল্লেখ্য, মঙ্গলবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় চাঁদার দাবিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখার ছাত্রলীগ সভাপতি অনুপম সাহার অনুসারী পরিচয়ে একদল নেতাকর্মী হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে অ্যাম্বুলেন্স চালকদের চাবি ছিনিয়ে নেন বলে অভিযোগ ওঠে।

মঞ্জুরুল ইসলাম/এসজে/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।