ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি, কারাগারে যুবক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৮:৫৫ পিএম, ০৭ জুলাই ২০২১

হবিগঞ্জের চুনারুঘাটে প্রধানমন্ত্রীকে কটূক্তিসহ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেয়ায় মোনফাসির মিয়া (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৭ জুলাই) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি উপজেলার গোলগাঁও গ্রামের মৃত আতাব মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে মোনফাসির মিয়া তার ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি, সরকার ও পুলিশের বিরুদ্ধেও অপপ্রচার চালিয়ে আসছেন। তার ভাই আলমগীর মিয়াসহ অজ্ঞাত আরও কয়েকজন এসব পোস্ট ফেসবুকে লাইক ও শেয়ার দিয়ে ভাইরাল করেন। বিষয়টি আওয়ামী লীগ নেতাকর্মীদের নজরে এলে মঙ্গলবার (৬ জুলাই) বিকেলে হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়ন কৃষকলীগ সভাপতি মো. আব্দুল ওদুদ স্বপন বাদী তথ্য প্রযুক্তি আইনে মামলা করেন। মামলা দায়েরের পর রাতেই তাকে গ্রেফতার করে পুলিশ।

মামলার বাদী মো. আব্দুল ওদুদ স্বপন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারের বিরুদ্ধে এ ধরনের অপপ্রচারের কারণে একজন দলীয় কর্মী হিসেবে আহত হয়ে মামলাটি দায়ের করি।

চুনারুঘাট থানার ওসি (তদন্ত) চম্পক ধাম বলেন, মামলায় অভিযুক্ত অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।