রাজশাহীতে মিষ্টি কারখানায় আগুন


প্রকাশিত: ০৮:০৮ এএম, ০৯ ডিসেম্বর ২০১৫
প্রতীকী ছবি

রাজশাহী মহানগরীর উপকণ্ঠে নওদাপাড়ায় রাজশাহী মিষ্টি বাড়ি নামের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকালে চুলার কয়লা থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরের সিনিয়র স্টেশন অফিসার শরিফুল ইসলাম বলেন, কারখানায় দই গরম রাখার জন্য হাড়ির নিচে জ্বলন্ত কয়লা ছিল। কয়লার আগুন থেকে কারখানার টিনশেড ঘরের দক্ষিণ কোণে আগুন লাগে। পরে তা দ্রুত ছড়িয়ে যায়।

তিনি আরও বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ৪০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে টিনশেড ঘরটির সিংহভাগ পুড়ে গেছে। এর ফলে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

শাহরিয়ার অনতু/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।