রাজবাড়ীতে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৪:৫৯ পিএম, ০৭ জুলাই ২০২১

রাজবাড়ীর কালুখালীতে অস্ত্র ও গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৭ জুলাই) দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন- উপজেলার শাওরাইলের মিরাজ মণ্ডলের ছেলে তারু মণ্ডল (৩২), আব্দুল আজিজ ফকিরের ছেলে কাশেম ফকির (৩২) ও আজিজ মণ্ডলের ছেলে মজনু মণ্ডল (৪৫)।

পুলিশ সুপার বলেন, দীর্ঘ দিন ধরে জেলার কালুখালী, পাংশাসহ বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, ডাকাতিসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিলেন তারা। রাজবাড়ীর বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে তাদের নামে। মঙ্গলবার (৭ জুলাই) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় একটি দুইনলা বন্দুক, একটি একনলা বন্দুক ও দুটি কার্তুজ উদ্ধার করে।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরীফউজ্জামান, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার শাহা, ডিআইও ওয়ান সাঈদুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদত হোসেন, কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

রুবেলুর রহমান/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।