সাতক্ষীরায় অতিথি পাখি শিকার : আটক ৩


প্রকাশিত: ০৬:১৫ এএম, ০৯ ডিসেম্বর ২০১৫
প্রতীকী ছবি

সাতক্ষীরার বিনেরপোতা এলাকায় অতিথি পাখি শিকারের সময় তিনজনকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় এয়ারগান ও শিকারকৃত সাতটি বক উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ আব্দুল সাদী তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।

সাজাপ্রাপ্তরা হলেন- পাটকেলঘাটা থানার মিঠাবাড়ি গ্রামের কওসার মোড়ল (৫৫)। তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং একই এলাকার সালাম গাজী (৩২) ও ফয়সাল হোসেনকে (১৮) দুই হাজার টাকা করে জরিমানা করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) লুৎফার রহমান জাগো নিউজকে বলেন, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিনেরপোতা এলাকা থেকে তিন পাখি শিকারীকে আটকের পর বুধবার সকাল সাড়ে ১০টায় ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক একজনকে তিন মাসের কারাদণ্ড ও অপর দুইজনকে দুই হাজার টাকা করে জরিমানা করেন।

এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।