ভুল বিকাশে চলে যাওয়া টাকা উদ্ধার করে দিল পুলিশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১০:১৫ পিএম, ০৬ জুলাই ২০২১

নোয়াখালীর হাতিয়ায় ভুল বিকাশ নম্বরে চলে যাওয়া মো. আজাদ নামের এক ব্যক্তির ২০ হাজার ৩০০ টাকা উদ্ধার করে ফেরত দিয়েছে পুলিশ। মঙ্গলবার (৬ জুলাই) বিকেলে উদ্ধার করা টাকা প্রকৃত মালিককে বুঝিয়ে দেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের।

টাকার মালিক মো. আজাদ হাতিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

বিজ্ঞাপন

ওসি আবুল খায়ের জাগো নিউজকে জানান, সোমবার (৫ জুলাই) বিকেলে আজাদ তার এক আত্মীয়ের কাছে বিকাশে ২০ হাজার ৩০০ টাকা পাঠাতে গিয়ে ভুল করে অন্য নম্বরে চলে যায়। ওই নম্বরে ফোন করে টাকা যাওয়ার কথা জানালে ফোনটি বন্ধ করে দেয়া হয়। রাতেই আজাদ ঘটনাটি থানায় জানান। যে নম্বরে টাকা গেছে ওই নম্বরটি হাতিয়ার মিলাদ উদ্দিন নামের এক ব্যক্তির বলে নিশ্চিত হয় পুলিশ।

তিনি আরও জানান, মঙ্গলবার (৬ জুলাই) কৌশলে ওই ব্যক্তিকে থানায় ডেকে নেয়া হয়। টাকা উদ্ধার করে বিকেলে প্রকৃত মালিক মো. আজাদকে বুঝিয়ে দেয়া হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

টাকা ফিরে পেয়ে মো. আজাদ বলেন, ‘আমি কল্পনাও করিনি যে, অজ্ঞাত নম্বরে যাওয়া টাকা আবার ফেরত পাব। টাকা উদ্ধারে সার্বিক সহযোগিতা করায় তিনি থানার ওসিসহ পুলিশকে ধন্যবাদ জানান।’

ইকবাল হোসেন মজনু/এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।