মুন্সীগঞ্জে দু’গ্রুপে সংঘর্ষ, আহত ২০
মুন্সীগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ নেতার সমর্থক দু’গ্রুপের মধ্যে বৃহস্পতিবার রাতে শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটেছে।
এ সময় দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে উভয় গ্রুপের ২০ সমর্থক আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।
মোল্লাকান্দি ইউনিয়নের চেয়ারম্যান রিপন পাটোয়ারী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ আলম মল্লিকের সমর্থক দু’গ্রুপে চরডুমুরিয়া গ্রামে ওই ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষ হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) ইয়ারদৌস হাসান দু’গ্রুপের সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত সাড়ে ৭টা থেকে ৯টা পর্যন্ত দেড় ঘণ্টাব্যাপী চরডুমুরিয়া গ্রামে দু’গ্রুপে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়।
এ সময় গ্রামের দু’প্রান্তে অবস্থান নিয়ে দু’গ্রুপের সমর্থকরা একে অপরকে লক্ষ্য করে এলোপাতাড়ি ককটেল নিক্ষেপ করে। মুহুর্মুহু ককটেল বিস্ফোরণের শব্দে গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে।