মুন্সীগঞ্জে দু’গ্রুপে সংঘর্ষ, আহত ২০


প্রকাশিত: ০২:৫৮ এএম, ১৪ নভেম্বর ২০১৪

মুন্সীগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ নেতার সমর্থক দু’গ্রুপের মধ্যে বৃহস্পতিবার রাতে শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটেছে।

এ সময় দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে উভয় গ্রুপের ২০ সমর্থক আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।

মোল্লাকান্দি ইউনিয়নের চেয়ারম্যান রিপন পাটোয়ারী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ আলম মল্লিকের সমর্থক দু’গ্রুপে চরডুমুরিয়া গ্রামে ওই ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষ হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) ইয়ারদৌস হাসান দু’গ্রুপের সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত সাড়ে ৭টা থেকে ৯টা পর্যন্ত দেড় ঘণ্টাব্যাপী চরডুমুরিয়া গ্রামে দু’গ্রুপে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়।

এ সময় গ্রামের দু’প্রান্তে অবস্থান নিয়ে দু’গ্রুপের সমর্থকরা একে অপরকে লক্ষ্য করে এলোপাতাড়ি ককটেল নিক্ষেপ করে। মুহুর্মুহু ককটেল বিস্ফোরণের শব্দে গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।