পূর্ব শত্রুতার জেরে যুবককে ছুরিকাঘাতে হত্যা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৮:১৮ এএম, ০৫ জুলাই ২০২১
প্রতীকী ছবি

বগুড়া শহরের মালগ্রামে ছুরিকাঘাতে জুবাইর (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। রোববার (৪ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত জুবাইর সদর থানাধীন মালগ্রাম দক্ষিণপাড়ার টুলুর ছেলে।

এ ঘটনায় সাব্বির নামের আরেকজন ছুরিকাঘাতে আহত হয়ে শহীদ জিয়াউর রহমান কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জের ধরে সাবেক মেম্বার বাদশা মিয়ার বাড়ির সামনের রাস্তার ওপর সাব্বির ও জুবাইরের মধ্যে মারামারি সংঘটিত হয়। এতে উভয়ই একে অপরের ছুরিকাঘাতে আহত হলে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শজিমেক হাসপাতালে সাব্বিরকে রাত ১০টার দিকে এবং জুবাইরকে ১১টার দিকে ভর্তি করানো হয়। ১২টার তিকে চিকিৎসাধীন অবস্থায় জুবাইর মারা যান।

বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, সাব্বির ও জুবাইর এক মাস আগেও চাকু নিয়ে মারামারিতে লিপ্ত হয়েছিল। সেই রেশ ধরেই হয়তো আজকেও তারা মারামারিতে লিপ্ত হয় এবং একে অপরকে ছুরিকাঘাত করে। পরে জুবাইর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে। তদন্ত করে এর সঙ্গে জড়িতদের শিগগিরই আইনের আওতায় আনা হবে।

এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।