নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের সময় আটক ৩৫ জেলে

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কুয়াকাটা (পটুয়াখালী)
প্রকাশিত: ০৭:২৯ পিএম, ০৪ জুলাই ২০২১

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে সরকারের ৬৫ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করার সময় ৩৫ জেলেকে আটক করেছে কুয়াকাটা নৌ-পুলিশ। এ সময় সাতটি মাছ ধরার ট্রলার ও তিন লাখ মিটার জাল জব্দ করা হয়।

রোববার (৪ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পায়রা বন্দর সংলগ্ন রাবনাবাদ চ্যানেলের চর তুফানিয়া থেকে কুয়াকাটা নৌ-পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে সাতটি ট্রলারসহ ৩৫ জনকে আটক করে নৌ-পুলিশ।

jagonews24

এরপর কলাপাড়ার সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ট্রলারের মাঝি মো. কাওসারকে ৩০ হাজার, বাবুলকে ২৫ হাজার, কিরণকে ৩০ হাজার, নাঈমকে ৩০ হাজার, নাসির খাঁকে ২৫ হাজার, দুদু মৃর্ধাকে ২৫ হাজার ও জামালকে ২৫ হাজার টাকা জরিমানা করেন।

কুয়াকাটা নৌ-পুলিশ পুলিশ ফাঁড়ির এসআই কামরুজ্জামান বলেন, ‘কোনো অসাধু চক্র যাতে সমুদ্রে মাছ ধরতে না পারে- এ ব্যাপারে আমরা সবসময় তৎপর রয়েছি’।

jagonews24

কলাপাড়া সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, ‘রোববার সাত মাঝিকে সর্বমোট ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দিয়েছি।’

উল্লেখ্য, গত ২০ মে থেকে শুরু হয়েছে সমুদ্রে মাছ ধরার ৬৫ দিনের নিষেধাজ্ঞা। এটি চলবে আগামী ২৩ জুলাই পর্যন্ত।

এসএমএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।