ফেনীতে ৩ মাসে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত
ফেনীতে গত ২৪ ঘণ্টায় ২১৯টি নমুনা পরীক্ষায় নতুন করে আরও ৯৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৪ দশমিক ৭৪ শতাংশ। গত তিন মাসের মাঝে এটি জেলায় সর্বোচ্চ করোনা শনাক্তের রেকর্ড। এর আগে ৬ মার্চ একদিনে ২৪২ জনের নমুনায় ১১০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছিল।
রোববার (৪ জুলাই) জেলা সিভিল সার্জন রফিক-উস-ছালেহীন এ তথ্য নিশ্চিত করেন।
নতুন আক্রান্তদের মধ্যে ফেনী সদরে ৩৯ জন, দাগনভূঞায় ছয়জন, সোনাগাজীতে ১৫ জন, ছাগলনাইয়ায় ২৯ জন, পরশুরামে আটজন ও ফুলগাজীতে একজন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগ জানায়, রোববার পর্যন্ত জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৬৭৮ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৭৬ জনের ও সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৯১ জন। এদিকে জেলায় গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৮ রোগী। আর হোম আইসোলেশনে রয়েছেন ৬১৫ জন।
করোনা আক্রান্তদের মধ্যে হাসপাতালে রয়েছেন ৬৫ রোগী। এদের মধ্যে ফেনী জেনারেল হাসপাতালে ৩৮ জন, দাগনভূঞায় ১১ জন, ছাগলনাইয়ায় ১০ জন, পরশুরামে তিনজন, সোনাগাজী একজন ও বেসরকারি হাসপাতালে দুজন রয়েছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের করোনা নিয়ন্ত্রণ কক্ষ জানায়, রোববার পর্যন্ত করোনা পরীক্ষার জন্য ফেনীতে ২৫ হাজার ১২টি নমুনা সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে ২৪ হাজার ৮৮৭টি নমুনার ফল পাওয়া গেছে। পরীক্ষা বিবেচনায় গড় শনাক্তের হার ১৮ দশমিক ৭৯ শতাংশ।
সিভিল সার্জন ডা. রফিক-উস-ছালেহীন বলেন, ‘ফেনীতে ক্রমেই বাড়ছে করোনা শনাক্তের হার। এখনই সবাইকে ঘরে ঢুকানো না গেলে জেলায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে। তাই সবাইকে ঘরে থাকার অনুরোধ করছি।’
নুর উল্লাহ কায়সার/এসএমএম/জেআইএম