ফরিদপুরে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৪:২৬ পিএম, ০৪ জুলাই ২০২১
ফাইল ছবি

ফরিদপুরের নগরকান্দায় এক তরুণীকে ইভটিজিং করার দায়ে দুখু মোল্যা (৩২) নামের এক যুবককে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৪ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত দুখু উপজেলার পুরাপাড়া ইউনিয়নের বড় কাজুলী গ্রামের গঞ্জন মোল্যার ছেলে। তিনি নগরকান্দা বাজারে সাইকেল মেরামতের কাজ করেন।

স্থানীয়রা জানান, দুখু মিয়া তার দোকানের পাশের সড়ক দিয়ে কোনো মেয়ে গেলেই বিভিন্ন কুরুচিপূর্ণ কথা বলতেন। রোববার সকালেও তার দোকানের পাশ দিয়ে এক তরুণী যাওয়ার সময় দুখু মিয়া তাকে দেখে কুরুচিপূর্ণ মন্তব্য ও কুপ্রস্তাব দেন। ভুক্তভোগী তখনই অদূরে দায়িত্বরত পুলিশকে বিষয়টি অবগত করেন।

অভিযোগের সত্যতা পেয়ে পুলিশ দুখুকে আটক করে থানায় নিয়ে আসে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেতী প্রু ঘটনাস্থলে এসে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুখুকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

ইএউনও জেতী প্রু জানান, দণ্ডপ্রাপ্ত দুখু মিয়াকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এন কে বি নয়ন/এসএমএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।