টেকনাফে শ্বশুর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৯:২২ পিএম, ০৩ জুলাই ২০২১
ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নে শ্বশুর বাড়ি থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে টেকনাফ থানা পুলিশ।

শনিবার (৩ জুলাই) বিকেলে টেকনাফ সদর ইউনিয়ন দক্ষিণ লেংগুরবিল এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।নিহত শাহিনুর টেকনাফ সদর ইউনিয়নের মৌলভী পাড়া গ্রামের মৃত আব্দুল কাদেরের মেয়ে। গত তিন বছর আগে পারিবারিকভাবে ছৈয়দ আহমদের সঙ্গে তার বিয়ে হয় এবং তাদের এক বছরের শিশু সন্তান রয়েছে।

নিহত গৃহবধূ শাহিনুর (২০) ওই গ্রামের ছৈয়দ আহমদের স্ত্রী । পরিবারের অভিযোগ তাকে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী ছৈয়দ পলাতক রয়েছেন।

নিহতের ভাই মো ফারুক জানান, শ্বশুর বাড়ি থেকে হঠাৎ ফোন করে বলে শাহিনুর অজ্ঞান হয়ে গেছে। খবর শুনে আমরা এসে দেখি বাড়িতে কেউ নেই, দরজা ধাক্কা দিয়ে রুমে ঢুকলে খাটের উপর শাহিনুরের মরদেহ দেখতে পাই। তার গলায় রশির চিহ্ন দেখা যায়।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটির তদন্ত পূর্বক আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।

সায়ীদ আলমগীর/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।