কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে পাহাড়ধস

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ১২:৫২ পিএম, ০৩ জুলাই ২০২১

কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের কলাতলীর দরিয়ানগর ও হিমছড়ির মাঝামাঝি এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটেছে।

শনিবার (৩ জুলাই) ভোরে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের আওতাধীন এলাকায় এ পাহাড়ধস ঘটে বলে জানান দক্ষিণ বনবিভাগের সদর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা। তবে ভোরে পাহাড়ধস হওয়ায় হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলে অভিমত স্থানীয়দের।

jagonews24

এদিকে সড়কে মাটি এসে পড়ায় সকাল থেকে যানবাহন চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে সেনাবাহিনী এসকেভেটর দিয়ে মাটি সরানোর কাজ শুরু করেছে। প্রথমে একপাশের মাটি সরিয়ে দেয়ায় যান চলাচল স্বাভাবিক হয়। খবর পেয়ে জেলা ও রামু উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে করেছেন।

এসময় রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণয় চাকমা বলেন, গত কয়েকদিন ধরে থেমে থেমে টানা বর্ষণে পাহাড়ের মাটি নরম হয়ে গেছে। শনিবার ভোরের কোনো একসময় মেরিন ড্রাইভের রামুর হিমছড়ি-দরিয়ানগর এলাকার মাঝামাঝি পাহাড়ধসে ঘটে। সড়কটি পুরোপুরি স্বাভাবিক করতে মাটি সরানোর কাজ অব্যাহত রয়েছে।

সায়ীদ আলমগীর/এসএমএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।