সাভারে ট্যানারি শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সাভার (ঢাকা)
প্রকাশিত: ১২:২৪ পিএম, ০৩ জুলাই ২০২১

সাভারে মাহবুবুর রহমান (৫০) নামের এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩ জুলাই) সকাল ৭টায় হেমায়েতপুর বিসিক শিল্প নগরীর মুক্তি ট্যানারির ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মাহবুবুর লক্ষীপুরের চন্দ্রগঞ্জ থানার গোবিন্দপুর এলাকার মৃত মৌলভী আব্দুর রহমানের ছেলে ।

স্থানীয় এক শ্রমিক জানান, শনিবার ভোর ৬টার দিকে তিনি কাজে যাওয়ার সময় জানালা দিয়ে মুক্তি ট্যানারির দ্বিতীয়তলায় জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মাহবুব রহমানের মরদেহ দেখতে পান। পরে বিষয়টি ট্যানারি ফাঁড়িতে জানানো হলে মাহবুবুরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, মাহবুবুর রহমান দীর্ঘদিন ধরে দেনায় জর্জরিত ছিল। দেনা পরিশোধের জন্য তার একটি জমি ব্যাংকে বন্ধক রাখা হয়েছিল। সম্প্রতি সেটিও নিলাম হয়ে যাওয়ায় হতাশায় আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সাভার বিসিক শিল্প নগরীর ট্যানারি ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে । এ বিষয়ে তদন্ত চলছে ও ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর তার মৃত্যুর কারণ জানা যাবে।

আল-মামুন/এসএমএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।