সস্ত্রীক করোনায় আক্রান্ত সোনাগাজীর ইউএনও

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ০২ জুলাই ২০২১

ফেনীর সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এম জহিরুল হায়াত ও তার স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তারা হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

বৃহস্পতিবার (১ জুলাই) রাতে নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ ল্যাব থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

ইউএনও এ এম জহিরুল হায়াত জানান, গত শনিবার (২৬ জুন) থেকে হঠাৎ করে তিনিসহ পরিবারের তিনজনের জ্বর অনুভূত হয়। সঙ্গে শরীর ও গলাব্যথাও শুরু হয়। পরে বুধবার (৩০ জুন) করোনা পরীক্ষার জন্য তিনি ও তার স্ত্রীসহ তিনজন নমুনা দেন। বৃহস্পতিবার করোনা শনাক্তের রিপোর্ট আসে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উৎপল দাশ বলেন, ‘ইউএনও, তার স্ত্রী ও তাদের বাসার এক নারী করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তারা নিজ বাসভবনে রয়েছেন। তাদের নিয়মিত চিকিৎসা দেয়া হচ্ছে।’

নুর উল্লাহ কায়সার/এসএমএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।