মেহেরপুরে করোনায় আরও ৩ জনের মৃত্যু

ফাইল ছবি
মেহেরপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ৪৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
শুক্রবার (২ জুলাই) সকালে সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, জেলায় গত ২৪ ঘণ্টায় ১১৫ নমুনা পরীক্ষা শেষে ৪৭ জনের করোনা পজিটিভ হয়। এর মধ্যে সদরে ৩০ জন, গাংনীতে ১০ জন ও মুজিবনগরে সাতজন।
করোনাভাইরাস থেকে বাঁচতে হলে অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে। সবাই সামাজিক দূরত্ব মেনে চলা, মাস্ক ব্যাবহার ও হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলার আহ্বান করেন সিভিল সার্জন।
এখন পর্যন্ত জেলায় ৫২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সদরে ২০৯ জন, গাংনী ২১৬ জন ও মুজিবনগরে ১০১ জন। এখানে মৃত্যুর সংখ্যা ৫৪ জন।
আসিফ ইকবাল/আরএইচ/জিকেএস