চুয়াডাঙ্গায় করোনা ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ১০:২৫ এএম, ০২ জুলাই ২০২১
ফাইল ছবি

চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আরও ৯৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

শুক্রবার (২ জুলাই) সকালে সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনায় আক্রান্ত হয়ে বীর মুক্তিযোদ্ধা মোস্তফা খাঁন, রিতা খাতুন ও তানিয়া আক্তার মারা গেছেন। অন্যদিকে সর্দি, কাশি ও জ্বরসহ করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ফাতেমা খাতুন, গোলাম সরোয়ার ও আবু বকর সিদ্দিক।

চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় ২৫৯ জনের নমুনা পরীক্ষা করে ৯৪ জনের করোনা শনাক্ত হন। এদের মধ্যে সদরে ৪২ জন, দামুড়হুদায় চারজন, আলমডাঙ্গায় নয়জন এবং জীবননগরে ৩৯ জন।

জেলায় এখন পর্যন্ত তিন হাজার ৪৯৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন দুই হাজার ৩০১ জন।

সালাউদ্দীন কাজল/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।