কিশোরগঞ্জে আরও ৯৬ জন করোনা পজিটিভ
কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরও ৯৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (১ জুলাই) রাতে সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, জেলার ১৩ উপজেলায় ৩১৯ জনের নমুনা পরীক্ষা করে ৯৬ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। মৃত্যু হয়েছে একজনের।
নতুন শনাক্তদের মধ্যে সদরে ৫৪ জন, ভৈরবে ১৭ জন, হোসেনপুরে দুইজন, করিমগঞ্জে সাতজন, পাকুন্দিয়ায় চারজন, কটিয়াদীতে পাঁচজন, কুলিয়ারচরে পাঁচজন ও বাজিতপুরে দুইজন।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, জেলায় এখন পর্যন্ত ছয় হাজার ৫৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সদরে দুই হাজার ৭৪৭ জন, ভৈরবে এক হাজার ১৮৭ জন, বাজিতপুরে ৪১৫ জন, কটিয়াদীতে ৪০০, পাকুন্দিয়ায় ২৮৫, কুলিয়ারচরে ২৪৭, করিমগঞ্জে ২২৭ জন, তাড়াইলে ১৭১ জন, হোসেনপুরে ১৪৩ জন, নিকলীতে ৭৪ জন, মিঠামইনে ৬২ জন, ইটনায় ৫২ জন ও অষ্টগ্রামে ৪৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
জেলায় মোট মৃত্যু হয়েছে ৮৯ জন। এর মধ্যে সদরে ৩২ জন, ভৈরবে ২২ জন, হোসেনপুরে তিনজন, করিমগঞ্জে চারজন, তাড়াইলে একজন, পাকুন্দিয়ায় পাঁচজন, কটিয়াদীতে চারজন, নিকলীতে একজন, ইটনায় একজন ও মিঠামইনে একজনের মৃত্যু হয়েছে।
নূর মোহাম্মদ/আরএইচ/জিকেএস