নাটোরে বিধিনিষেধে কঠোর অবস্থানে প্রশাসন, করোনা শনাক্ত ২২৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০২:৪৯ পিএম, ০১ জুলাই ২০২১

সারাদেশের ন্যায় নাটোরেও চলছে কঠোর বিধিনিষেধ। বিধিনিষেধ বাস্তবায়নে রাস্তায় রয়েছে সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাব। এদিকে জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২২৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। একইসময় করোনায় জেলায় মৃত্যু হয়েছে দুজনের।

বিধিনিষেধের প্রথমদিন বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে বৃষ্টির কারণে রাস্তায় দেখা যায়নি মানুষ। কাঁচাপণ্য ও মুদি দোকানগুলো খোলা থাকলেও সেগুলোতে ক্রেতার সংখ্যা কম দেখা যায়।

এদিকে নাটোরের জেলা প্রশাসক (ডিসি) শামীম আহমেদ ও পুলিশ সুপার (এসপি) লিটন কুমার সাহা বৃষ্টির মধ্যেই সরেজমিনে পরিস্থিতি ঘুরে দেখেন ও এসময় তারা জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বাইরে না হতে অনুরোধ জানান।

jagonews24

অপরদিকে করোনায় গত ২৪ ঘণ্টায় নাটোরে দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া জেলায় গত ২৪ ঘণ্টায় ৬৯৫ জনের নমুনা পরীক্ষায় ২২৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

নাটোরের সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

মৃতদের মধ্যে নলডাঙ্গার সোনাপাতিল গ্রামের ওমর আলীর ছেলে আব্দুস সালাম (৪৫) সদর হাসপাতালে ও সিংড়ার স্বাস্থ্য কমপ্লেক্সে গুলনাহার (৩৮) নামের এক নারীর করোনায় মৃত্যু হয়েছে।

jagonews24

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুরু হয়েছে দেশব্যাপী সাতদিনের কঠোর বিধিনিষেধ। এর আগে কঠোর বিধিনিষেধ আরোপ করে বুধবার (৩০ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় ২১টি শর্ত যুক্ত করে এ বিধিনিষেধ আরোপিত হয়েছে বলে মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে জানানো হয়।

রেজাউল করিম রেজা/এসএমএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।