টাঙ্গাইলে আক্রান্ত-উপসর্গে ১৬ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০২:১৭ পিএম, ০১ জুলাই ২০২১
ফাইল ছবি

টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে।তাদের অধিকাংশের বাড়ি টাঙ্গাইল সদরে। মৃতদের মধ্যে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে আক্রান্ত হয়ে সাতজন এবং উপসর্গ নিয়ে আরও ৯ জন মারা গেছেন।

বৃহস্পতিবার (১ জুলাই) টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেন।

টাঙ্গাইল জেনারেল হাসপাতাল সূত্র জানায়, মারা যাওয়াদের মধ্যে করোনা ওয়ার্ডের আইসিইউতে চারজন, করোনা ইউনিটের তিনজন রয়েছে। এছাড়া করোনা ওয়ার্ডে ভর্তি হওয়া আরও ৯ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।

সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন বলেন, গত ২৪ ঘণ্টায় ৬২৮ নমুনা পরীক্ষা করে ২৫৭ জন পজিটিভি হয়েছেন।

তিনি আরও বলেন, করোনায় আক্রান্তরা শেষ সময়ে হাসপাতালে আসছেন।ফলে মৃত্যুর সংখ্যা বাড়ছে।

আরিফ উর রহমান টগর/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।