শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ঘরমুখো মানুষের ভিড়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৩:২৯ পিএম, ৩০ জুন ২০২১

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ঘরমুখো মানুষের ভিড় লেগেই আছে। বুধবার (৩০ জুন) সকালে থেকে শিমুলিয়া ছেড়ে আসা প্রত্যেকটি ফেরিতে গাদাগাদি করে যাত্রীরা বাংলাবাজার ঘাটে আসছেন। ঘাটে ঢাকাগামী যাত্রীদের তেমন চাপ নেই।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) বাংলাবাজার ঘাট সূত্র জানায়, ভোর থেকে ঘরমুখো যাত্রীদের চাপ বেড়েছে। গত মঙ্গলবার (২৯ জুন) নৌরুটে যাত্রীদের চাপ ছিল খুবই কম। বুধবার থেকে ফের বেড়েছে। নৌরুটে চারটি রোরো, পাঁচটি ডাম্পসহ ১৪টি ফেরি চলাচল করছে। ফলে নৌরুটে যানবাহনের কোনো জটলা নেই। ফেরিতে পণ্যবাহী গাড়ির চেয়ে ব্যক্তিগত গাড়ি ও মানুষ বেশি পারাপার হচ্ছে। একই সঙ্গে পারাপার হচ্ছে জরুরিসেবা অ্যাম্বুলেন্সসহ অন্যান্য গাড়ি।

মো. খালেদ নামের এক যাত্রী বলেন, ঢাকায় দোকান বন্ধ থাকায় মালিক ছুটি দিয়েছে। এখন বাড়ি চলে যাচ্ছি পরে ফোন দিলে আবার ঢাকায় যাবো।

পরিবার নিয়ে বাড়ি ফেরা রহমান মিয়া বলেন, লকডাউনে সব কিছু বন্ধ থাকবে। ঢাকায় চার দেয়ালে বন্দি থাকার চেয়ে বাড়িতেই ভালো। তাই চলে এসেছি।

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক সামসুল আবেদীন বলেন, সকাল থেকে ঘরমুখো মানুষের চাপ বেশি। ভোর থেকেই দক্ষিণাঞ্চলের মানুষ বাড়ি ফিরছেন। শিমুলিয়া ঘাটে যাত্রীর চাপ বেশি। ঢাকাগামী যাত্রীদের চাপ অন্যান্য দিনের চেয়ে কিছুটা বেড়েছে। যাত্রী ও ঘাটে আটকে থাকা পণ্যবাহী পরিবহন পারাপার হচ্ছে।

বাংলাবাজার ঘাটের ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. জামাল উদ্দিন বলেন, ঘাটে পুলিশের টহল রয়েছে। কোনো বিশৃঙ্খলা যাতে না হয় সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে।

একে এম নাসিরুল হক/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।