স্বামীর কোমরে মিলল টাকা, স্ত্রীর শরীরে ফেনসিডিল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৫:৪০ পিএম, ২৯ জুন ২০২১

দিনাজপুরের বিরামপুরে ফেনসিডিল বিক্রির অভিযোগে আতিয়ার রহমান (৩৫) ও লাভলী বেগম (২৮) নামের এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা বাড়িতেই বিশেষ কায়দায় ফেনসিডিল বিক্রি করে আসছিলেন।

সোমবার (২৯ জুন) সন্ধ্যায় উপজেলার কাটলা ইউনিয়নের উত্তর দাউদপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার আতিয়ার রহমান ওই গ্রামের আজিজুল মিস্ত্রির ছেলে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেন।

বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) নূর আলম সিদ্দিক জানান, আতিয়ার রহমান তার স্ত্রীর সহযোগিতায় দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে ফেনসিডিল বিক্রি করে আসছিলেন। সোমবার সন্ধ্যায় বাড়ি তল্লাশি করার সময় আতিয়ার ফেনসিডিল ভর্তি একটি ব্যাগ নিয়ে পালিয়ে যাচ্ছিলেন। এসময় তাকে হাতেনাতে আটক করা হয়। তার কোমর থেকে নগদ ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে তার স্ত্রী লাভলী বেগমের শরীর তল্লাশি করে পেটিকোটে বিশেষভাবে লুকিয়ে রাখা ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এছাড়া বাড়ির উঠানের বিভিন্ন জায়গা থেকে পাঁচটি খালি বোতল উদ্ধার করা হয়।

জানতে চাইলে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, ওই দম্পতির নামে মাদক মামলা হয়েছে।

এমদাদুল হক মিলন/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।