আলমডাঙ্গায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০২:৫৭ পিএম, ২৯ জুন ২০২১
ফাইল ছবি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বজ্রপাতে খাইরুল ইসলাম (৪৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৯ জুন) দুপুর ১২টার দিকে উপজেরার ভোগাইল বগাদী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খাইরুল ইসলাম ভোগাইল বগাদী গ্রামের শুকুর মণ্ডলের ছেলে।
এ ঘটনায় একই গ্রামের স্কুল পাড়ার মকবুল হোসেনের ছেলে আব্দুল হামিদ (৪০) আহত হয়েছেন।

স্থানীয়রা জানায়, বেলা ১২টার দিকে মাঠে কাজ করছিল খাইরুল। এসময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মাঠের অন্য কৃষকরা মরদেহ বাড়িতে নেয়।

একই সঙ্গে বজ্রপাতে আব্দুল হামিদ আহত হবার পর তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
ভাংবাড়িয়া ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড সদস্য মো. সাজেদুল ইসলাম জানান, বজ্রপাতে খাইরুল ইসলামের মরদেহ দাফনের প্রস্তুতি চলছে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলার পর লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

সালাউদ্দীন কাজল/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।