পঞ্চগড়ে তৃতীয় দিনের মতো চলছে পরিবহন ধর্মঘট


প্রকাশিত: ০৫:৩৮ এএম, ০৮ ডিসেম্বর ২০১৫

মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে পঞ্চগড়ে তৃতীয় দিনের মতো চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। জেলা মোটর মালিক সমিতি ও তিনটি শ্রমিক সংগঠন যৌথভাবে এই পরিবহন ধর্মঘটের ডাক দেয়। লাগাতার ধর্মঘটের ফলে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ।

জানা গেছে, টানা পরিবহন ধর্মঘটে অচল হয়ে পড়েছে বাংলাবান্ধা স্থলবন্দরের পণ্য পরিবহন ব্যবস্থা। মহাসড়কে নছিমন, করিমন, ভটভটি, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান, থ্রি হুইলারসহ অবৈধ যানবাহন চলাচলের প্রতিবাদে রোববার সকাল থেকে এই পরিবহন ধর্মঘট শুরু হয়। এতে আন্তঃজেলার ৮টি রুটে তিনদিন ধরে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দূরপালার কোনো পরিবহন জেলা ছেড়ে যায়নি। এতে সাধারণ মানুষের পাশাপাশি স্কুল কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ীসহ খেটে খাওয়া শ্রমিকরাও দুর্ভোগে পড়েছেন।

জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. রেনু মিঞা বলেন, প্রশাসনের অবহেলায় জনগণের দুর্ভোগ বেড়েছে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ধর্মঘট চালিয়ে যাব।

জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন, আমরা মোটর মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক আহ্বান করেছি। আশা করি সঙ্কট নিরসন হবে।

সফিকুল আলম/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।