ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রাইভেটকার-পিকআপে ঘরমুখো যাত্রা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৪:৪৩ পিএম, ২৮ জুন ২০২১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে ঘরমুখো মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। গত দুদিনের তুলনায় যাত্রী সংখ্যা কম। তবে তিন দিনের সীমিত লকডাউনে গণপরিবহন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে হয়। মোটরসাইকেল, প্রাইভেটকার ও পিকআপের মাধ্যমে গন্তব্যে রওনা হচ্ছেন অনেক। এতে গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া।

সোমবার (২৮ জুন) বিকেল সাড়ে ৩টায় এমন চিত্র দেখা গেছে।

jagonews24

গণি মিয়া নামের এক রিকশাচালক জানান, গত দুদিন সড়কে যাত্রীদের ভিড় দেখেছেন। কিন্তু আজ সকাল থেকে তেমন কোনো যাত্রী নেই। যে কারণে রিকশাচালকদের উল্লেখযোগ্য আয় হচ্ছে না।

জাকির হোসেন নামে এক যাত্রী বলেন, ‘আমি লক্ষ্মীপুর যাব। প্রাইভেটকারে ভাড়া চায় ১ হাজার টাকা। আজ গাড়ি কম থাকায় যাত্রীদের অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে।’

jagonews24

যাত্রীসংখ্যা কম হলেও অতিরিক্ত ভাড়া কেন নেয়া হচ্ছে জানতে চাইলে কামাল হোসেন নামে এক প্রাইভেটকারচালক বলেন, ‘লকডাউনে আমাদের ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হয়। এছাড়া সড়কে আজ গাড়ি অনেক কম।’

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘সড়কে আজ গাড়ির চাপ কম। জরুরি কারণ ছাড়া প্রাইভেটকার, মাইক্রোবাস সড়কে চলাচল করলে মামলা দেয়া হচ্ছে।’

এসকে শাওন/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।