কুষ্টিয়ায় করোনা ও উপসর্গে ৯ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ১০:২৬ এএম, ২৮ জুন ২০২১
ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে আরও ৯ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (২৮ জুন) সকাল সাড়ে ৯টায় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাতজন ও উপসর্গ নিয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে।

তিনি আরও বলে, হাসপাতালে ১৮৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে করোনা আক্রান্ত হয়ে ১৩৭ জন এবং উপসর্গ নিয়ে ৪৬ জন হাসপাতালে করোনা ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন।

ডা. এম এ মোমেন জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৫৫ নমুনা পরীক্ষা করে ১৭২ জন করোনা পজিটিভ হন। শনাক্তের হার ৩৮ দশমিক ৪৭।আক্রান্তদের মধ্যে কুষ্টিয়া সদরে ৯৪ জন, দৌলতপুরে ২৫ জন, কুমারখালীতে ১৫ জন, ভেড়ামারায় ১৭ জন, মিরপুরে ১৩ জন ও খোকসায় ৮ জন।

জেলায় ৬০ হাজার ৬০৫ জনের নমুনা পরীক্ষায় সাত হাজার ৩৫৭ জন করোনা পজিটিভ হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৩৪০ জন। প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮৯ জন।

আল-মামুন সাগর/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।