বর্ষা মৌসুমেও পানিবঞ্চিত চাঁপাইনবাবগঞ্জ পৌরবাসী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৮:৫৫ পিএম, ২৭ জুন ২০২১

বর্ষা মৌসুমেও চাঁপাইনবাবগঞ্জের পৌর এলাকার হাসপাতাল মোড়, পেয়ারা বাগান, মসজিদপাড়াসহ বেশ কয়েক জায়গায় পাঁচদিন ধরে পানি পাচ্ছে না পৌরবাসী।

পৌরবাসীর অভিযোগ, গত পাঁচদিন ধরে তারা পানিবঞ্চিত। পৌর কর্তৃপক্ষকে জানিয়েও কোনো কাজ হচ্ছে না।

পুরাতন বাজার এলাকার বাসিন্দা আসাদুল বলেন, ‘পানি না পেয়ে বাইরে থেকে পানি নিয়ে রান্নার কাজ করতে হচ্ছে।’

পেয়ার বাগান এলাকার গৃহিণী কারিমা খাতুন বলেন, ‘আমাদের পেয়ারা বাগান এলাকায় পানি পাওয়া যাচ্ছে না। এ এলাকায় প্রায় ২৫-৩০ পরিবার পৌরসভার পানি পাচ্ছে না। পানি না পেয়ে নদীতে গিয়ে গোসল ও পারিবারিক কাজ করতে হচ্ছে। পৌরসভার লোককে বললে তারা বলেন, আরও কয়েকদিন পানি পাওয়া যাবে না। পানি যদি না পাওয়া যায় তাহলে রান্না করব কি করে।’

মসজিদপাড়া এলাকার মঈন আলী অভিযোগ করেন, খাবার পানির সমস্যা, গোসলের সমস্যা, রান্নার পানির সমস্যা হচ্ছে। পৌর কর্তৃপক্ষ পানির সমস্যার সমাধান করছে না। উল্টো বলছে আরও কয়েকদিন পানি থাকবে না।

এ বিষয়ে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম জানান, কয়েকদিন আগে পৌর এলাকার তুলাপোট্টিতে একটি ডিপ টিউবওয়েলের মেশিন নষ্ট হয়েছে। ওই টিউবওয়েলের মেশিন মেরামত করায় বেশ কয়েকটি এলাকায় সাপলাই পানির সমস্যা হচ্ছে। আগামী তিনদিনের মধ্যে টিউবওয়েল ভালো হয়ে যাবে। তখন আর পানির সমস্যা হবে না।

সোহান মাহমুদ/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।