ভোলায় ৭০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৭:৩৩ পিএম, ২৭ জুন ২০২১

মেঘনা নদী থেকে একটি যাত্রীবাহী ট্রলার থেকে ৭০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড।

রোববার (২৭ জুন) সকালে ভোলার মনপুরার হাজিরহাট থেকে এসব কারেন্ট জাল জব্দ করা হয়।

কোস্টগার্ড সূত্র জানায়, সকালে নোয়াখালী থেকে মনপুরা উপজেলার হাজিরহাট ঘাটে আসা একটি যাত্রীবাহী একটি ট্রলারে অভিযান চালয় কোস্টগার্ড। এ সময় বস্তা ভর্তি ৭০ হাজার মিটার কেন্ট জাল জব্দ করা হয়। জব্দ-কৃত কারেন্ট জালের অনুমানিক মূল্য দেড় লাখ টাকা। পরে উপজেলা মৎস্য বিভাগের উপস্থিতিতে জাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।

কোস্টগার্ডের মনপুরা কন্টিজের্ট কমান্ডার মো. ইফরান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

জুয়েল সাহা বিকাশ/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।