আশুলিয়ায় যুবলীগ নেতাসহ ৯ ডাকাত আটক

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সাভার
প্রকাশিত: ০৫:২২ পিএম, ২৭ জুন ২০২১

সাভারের আশুলিয়ায় দেশীয় অস্ত্র ও মাদকসহ ৯ ডাকাতকে আটক করেছে র‍্যাব।

রোববার (২৭ জুন) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‍্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার রাকিব মাহমুদ খাঁন এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন- আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন (৩৮), মো. রিপন মিয়া (৩০), সানোয়ার হোসেন পাঠান (৩৫), লিটন রেজা ওরফে রাজা (৩৪), সাইফুল ইসলাম (৩২), আহাদ আলী (৩৮), আশরাফ আলী (৪০), আল আমিন (২৫) ও মো. রোকনুজ্জামান (৩৪)।

এর আগে শনিবার (২৬ জুন) রাতে আশুলিয়ার পাবনার টেক এলাকা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র‌্যাব। এসময় পাঁচটি হাঁসুয়া, একটি দা, একটি করাত, একটি চাইনিজ কুড়াল, ২৬৬ পিস ইয়াবা, এক ক্যান বিয়ার, ১১টি মোবাইল এবং নগদ ১৯ হাজার ৭২৫ টাকাসহ তাদের আটক করা হয়। তারা সংঘবদ্ধ হয়ে জেলার সাভার, আশুলিয়া, ধামরাইয়ের বিভিন্নস্থানে যানবাহনে ডাকাতি করে আসছিলেন বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন।

আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন যুবলীগের সভাপতি শামীম মণ্ডল বলেন, ‘দীর্ঘদিন ধরে সানোয়ার হোসেন সাংগঠনিক কোনো কাজে আসতেন না। মিছিল-মিটিংয়েও তাকে পাওয়া যেত না। হঠাৎ করে শুনলাম তাকে র্যাব আটক করেছে। সিনিয়র নেতাদের বিষয়টি জানানো হয়েছে। এ বিষয়ে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

আল-মামুন/আরএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।