৫৬ হাজার টাকায় বিক্রি হলো দুই পাঙ্গাশ এক কাতলা
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলেদের জালে এক কাতল ও দুইটি পাঙ্গাশ মাছ ধরা পড়েছে।
শনিবার (২৬ জুন) দিবাগত মধ্যরাতে মাছ তিনটি ধরা পড়ে। এরমধ্যে দুটি পাঙ্গাশের ওজন যথাক্রমে ১৪ ও ১০ কেজি এবং কাতলাটির ওজন ১৬ কেজি।
রোববার (২৭ জুন) সকালে মাছগুলো দৌলতদিয়া ফেরিঘাটের শাকিল-সোহান মৎস্য আড়তে আনা হলে মাছ ব্যবসায়ী শাহজান মিয়া তা কিনে নেন।
১৬ কেজি ওজনের পাঙ্গাশটি ১২শ টাকা কেজি দরে ১৯ হাজার ২০০ টাকা, ১৬ কেজি ওজনের কাতলাটি ১৪শ টাকা কেজি দরে ২২ হাজার ৪০০ টাকা এবং ১০ কেজি ওজনের পাঙ্গাশটি ১১শ টাকা কেজি দরে ১১ হাজার টাকায় কিনে নেন শাজাহান মেয়া।
মাছ ব্যবসায়ী শাজাহান মিয়া জানান, মাছগুলো কেনার পর দেশের বিভিন্ন স্থানে মোবাইল ফোনে যোগাযোগ করা হয়। পরে ঢাকার এক ধনাঢ্য ব্যবসায়ী প্রতি কেজিতে ১শ টাকা লাভ দিয়ে ৫৬ হাজার ৮০০ টাকায় কিনে নেন।
রুবেলুর রহমান/এসআর/এমকেএইচ