৫৬ হাজার টাকায় বিক্রি হলো দুই পাঙ্গাশ এক কাতলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৪:২৭ পিএম, ২৭ জুন ২০২১

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলেদের জালে এক কাতল ও দুইটি পাঙ্গাশ মাছ ধরা পড়েছে।

শনিবার (২৬ জুন) দিবাগত মধ্যরাতে মাছ তিনটি ধরা পড়ে। এরমধ্যে দুটি পাঙ্গাশের ওজন যথাক্রমে ১৪ ও ১০ কেজি এবং কাতলাটির ওজন ১৬ কেজি।

রোববার (২৭ জুন) সকালে মাছগুলো দৌলতদিয়া ফেরিঘাটের শাকিল-সোহান মৎস্য আড়তে আনা হলে মাছ ব্যবসায়ী শাহজান মিয়া তা কিনে নেন।

jagonews24

১৬ কেজি ওজনের পাঙ্গাশটি ১২শ টাকা কেজি দরে ১৯ হাজার ২০০ টাকা, ১৬ কেজি ওজনের কাতলাটি ১৪শ টাকা কেজি দরে ২২ হাজার ৪০০ টাকা এবং ১০ কেজি ওজনের পাঙ্গাশটি ১১শ টাকা কেজি দরে ১১ হাজার টাকায় কিনে নেন শাজাহান মেয়া।

মাছ ব্যবসায়ী শাজাহান মিয়া জানান, মাছগুলো কেনার পর দেশের বিভিন্ন স্থানে মোবাইল ফোনে যোগাযোগ করা হয়। পরে ঢাকার এক ধনাঢ্য ব্যবসায়ী প্রতি কেজিতে ১শ টাকা লাভ দিয়ে ৫৬ হাজার ৮০০ টাকায় কিনে নেন।

রুবেলুর রহমান/এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।