খুমেক ল্যাবে আরও ২৩৬ জনের করোনা শনাক্ত
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ২৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪৯.৫৭ শতাংশ।
শনিবার (২৬ জুন) রাতে খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত শুক্রবার খুমেক ল্যাবে শনাক্তের হার ছিল ৩৭.৯০ শতাংশ, বৃহস্পতিবার ৫১.৫৫ শতাংশ, বুধবার ৩৪ শতাংশ, মঙ্গলবার ৪০ শতাংশ ও সোমবার ৩১ শতাংশ।
তিনি আরও বলেন, খুমেকের পিসিআর মেশিনে ৪৭৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৩৬ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এর মধ্যে খুলনার ২০১ জনের নমুনা পরীক্ষায় ১২৯ জন, বাগেরহাটে ৯৩ জন, যশোরে আটজন, সাতক্ষীরায় তিনজন, নড়াইলের একজন, পিরোজপুরে একজন ও ঝিনাইদহে এক জন আক্রান্ত হয়েছেন।
আরএইচ/জিকেএস