সিংড়ায় দুধ ফেলে প্রতিবাদ খামারিদের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৩:৪২ পিএম, ২৬ জুন ২০২১

নাটোরের সিংড়ায় ন্যায্যমূল্য না পাওয়ায় দুধ ফেলে অভিনব প্রতিবাদ করেছেন খামারিরা। শনিবার (২৬ জুন) সকালে উপজেলার বাহাদুরপুর বটতলা এলাকায় অন্তত ৩০ জন খামারি প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন।

ক্ষতিগ্রস্ত খামারিরা জানান, উপজেলার ১২ ইউনিয়নে অন্তত ৬০০ গরুর খামার রয়েছে। স্থানীয় বাজারে খামারিরা দুধ এনে বিক্রি করতেন। বাড়িতে পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি প্রতিদিন মহাজনদের কাছে ৪০-৬০ লিটার দুধ বিক্রি করতেন। কিন্তু লকডাউনের কারণে বাজারে মহাজন না আসায় দুধ নেয়ার মতো ক্রেতা নেই। আবার অবিক্রীত দুধ নিয়ে বাড়ি ফেরাও কষ্টের। ফলে এসব দুধ ফেলে দিয়ে প্রতিবাদ জানান তারা।

উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. খুরশিদ আলম বলেন, ছুটির দিন বাজারে ক্রেতা কম থাকে। ফলে বিক্রিও কম হয়। এ এলাকায় সরকারি ব্যবস্থাপনায় দুধ শীতলীকরণ কেন্দ্র গড়ে তোলার জন্য সুপারিশ পাঠানো হয়েছে। আশা করছি এরপর এ ধরনের সমস্যা থাকবে না।

রেজাউল করিম রেজা/আরএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।