বিশ্বের দামি আম ‘আমেরিকান রেড পালমার’ এখন চাঁপাইনবাবগঞ্জে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৫:২৫ পিএম, ২৫ জুন ২০২১

চাঁপাইনবাবগঞ্জ হর্টিকালচার সেন্টারের ডোবার পাশে পরিত্যক্ত জায়গায় ঝোপঝাড়ে ঢেকে ছিল দুইটি আমগাছ। তাই স্বাভাবিকভাবেই এতোদিন গাছ দুটি কারো চোখে পড়েনি। গতবছর জঙ্গল পরিষ্কার করার পর গাছগুলো উদ্ধার হলেও ফলন আসেনি। তবে উপযুক্ত পরিবেশ পেয়ে এবছর বাম্পার ফলন হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে (২৪ জুন) সরেজমিন গিয়ে দেখা যায়, চারদিকে হাঁটু পানি। সেখানে একটি জায়গায় দুটি আমগাছ। গাছের ডালে ডালে ঝুলছে আম। গাছ দুটি থাকাতে আমগুলো সবুজের ওপরে লাল রঙয়ে ছেয়ে গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিসেস ভিক্টর মেল নামের ব্যক্তির অধীনে ১৯২৫ সালে বীজ থেকে জন্ম নেয় পালমার জাতের আমগাছ। পরের কয়েক দশক পর্যন্ত এই গাছ সম্পর্কে কিছু জানা না গেলেও ২০০৫ সালে এটি সরকারিভাবে নামকরণ করা হয় ‘আমেরিকান পালমার।’

jagonews24

চাঁপাইনবাবগঞ্জ হর্টিকালচার সেন্টারের কর্মী মেহেদি হাসান জাগো নিউজকে বলেন, ‘ঝোপঝাড় পরিষ্কার করার পর দু’একটা আম এসেছিল। তারপরও পরের বছর গাছের ফলন ও জাত দেখার জন্য ডিডি স্যার গাছটি রাখতে বলেছিলেন। এবছর ব্যাপকভাবে আম ধরেছে। লাল রঙয়ে ছেয়ে গেছে দুটি গাছ।’

চাঁপাইনবাবগঞ্জ হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ মো. হাবিবুল্লাহ জানান, গাছ দুটির বয়স প্রায় ৮-৯ বছর। গাছ দুটিতে যে আম ধরেছে তা বিশ্বের সবচেয়ে দামি আমগুলোর মধ্যে অন্যতম ‘আমেরিকান রেড পালমার’।

jagonews24

বৈজ্ঞানিক কর্মকর্তা আবু সালেহ মো. ইউসুফ বলেন, আমগুলো বিখ্যাত ‘আমেরিকান রেড পালমার’ বলেই মনে হয়েছে। আমগুলো পাকলে আরও পরীক্ষার দরকার আছে। এছাড়া এর বিশাল বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে। কারণ বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে এর ব্যাপক চাহিদা রয়েছে।

তিনি আরও বলেন, আমেরিকান রেড পালমার জাতের আমের গড় ওজন হয় প্রায় ৩৫০ গ্রাম। জুলাই মাসের মাঝামাঝি দিকে পাকে বলে বাজারে ব্যাপক চাহিদা রয়েছে এবং দামও ভালো পাওয়া যায়। দেখতে আকর্ষণীয় বলে অনেকের খুব পছন্দের আম রেড পালমার। এই জাতের আমের আঁশহীন শাঁস রয়েছে। মিষ্টতা (টিএসএস) ১৮ শতাংশ।

চাঁপাইনবাবগঞ্জ হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক (ডিডি) মোজদার হোসেন বলেন, রঙিন আমটি বিখ্যাত আমেরিকান রেড পালমার জাতের। এ জাতের আমের গাছের রঙ লাল হয়ে থাকে।

সোহান মাহমুদ/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।