পঞ্চগড়ে করোনা শনাক্তের হার ৪৭.৭২ শতাংশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ১০:৩৫ এএম, ২৫ জুন ২০২১
ফাইল ছবি

 

পঞ্চগড়ে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে করোনা শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু ও ২১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

শুক্রবার (২৫ জুন) সিভিল সার্জন ডা. ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৪৪ জনের এন্টিজেন পদ্ধতিতে নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ৪৭ দশমিক ৭২ শতাংশ।

সিভিল সার্জন বলেন, কয়েকদিন ধরে নমুনা সংগ্রহ ও পরীক্ষার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে আক্রান্তের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। তবে স্থানীয়দের মধ্যে পরীক্ষা করার আগ্রহ কম থাকায় সংখ্যাটা কিছুটা কম। এ নিয়ে প্রচারণা চালানো হচ্ছে।।

জেলায় এখন পর্যন্ত ৯৬০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মোট সুস্থ হয়েছেন ৮২৭ জন। মৃত্যুর সংখ্যা ২৩ জন।

সফিকুল আলম/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।