শ্রীমঙ্গলে উদ্ধার বিলুপ্তপ্রায় গুইসাপ লাউয়াছড়া পার্কে অবমুক্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৯:২৩ পিএম, ২৪ জুন ২০২১

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে খাবারের সন্ধানে লোকালয়ে এসে হাঁসের বাচ্চা ধরার সময় বিলুপ্তপ্রায় একটি গুইসাপ উদ্ধার করা হয়েছে। পরে গুইসাপটি লাউয়াছড়া ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়।

বৃহস্পতিবার (২৪ জুন) বিকেলে নোয়াগাঁও গ্রাম থেকে গুইসাপটি উদ্ধার করেন শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল।

অবমুক্তের সময় বিট কর্মকর্তা আনিসুজ্জামান, বাংলাদেশ বন্যপ্রণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল প্রমুখ উপস্থিত ছিলেন।

সজল দেব জানান, নোয়াগাঁও কোনাবাড়ি লতিফ মিয়ার পালিত একটি হাঁসের বাচ্চা খাওয়ার সময় লোকজন গুইসাপটি দেখতে পায়। পরে সেখান থেকে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিলুপ্তপ্রায় গুইসাপটি উদ্ধার করে নিয়ে আসা হয়। বিকেলে লাউয়াছড়া ন্যাশনাল পার্কে এটি অবমুক্ত করা হয়।

তিনি আরও জানান, কিছুদিন পরপর খাবারের সন্ধানে বন্যপ্রণীরা লোকালয়ে চলে আসার খবর মেলে। পরে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন প্রাণীগুলো উদ্ধার করে বনে অবমুক্ত করে।

আব্দুল আজিজ/এএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।