শনিবার থেকে পিরোজপুরের ৪ পৌর এলাকায় লকডাউন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ০৩:২২ পিএম, ২৪ জুন ২০২১
ফাইল ছবি

পিরোজপুরে আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনার সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় জেলায় ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পরিস্থিতিতে আগামী শনিবার (২৬ জুন) থেকে পিরোজপুর, মঠবাড়িয়া, ভান্ডারিয়া ও স্বরুপকাঠি পৌর এলাকায় লকডাউন দিতে যাচ্ছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৪ জুন) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে করোনা পরিস্থিতি নিয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

লকডাউনে জনগণের চলাচল সীমিত রাখার লক্ষ্যে জরুরি সেবা বাদে অন্যসব সেবা বন্ধ থাকবে। প্রাথমিকভাবে এক সপ্তাহের জন্য এ লকডাউন ঘোষণা করা হবে বলে সিদ্ধান্ত নেয়া হয় এ সভায়।

জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন জানান, শনিবার সকাল থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য বাদে অন্যসব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এছাড়া খাবার হোটেল-রেস্তোরাঁ খোলা থাকলেও তারা শুধুমাত্র প্যাকেটে খাবার বিক্রি করতে পারবেন।

উল্লেখ্য, জুন মাসে পিরোজপুরে করোনা পরিস্থিতির অবনতি হয়েছে। গত একমাসে জেলায় ২৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে গত এক সপ্তাহে এ পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এ সপ্তাহে ৩০৯ জনের নমুনা পরীক্ষায় ১১৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। আর বুধবার পিরোজপুর জেলা হাসপাতালের করোনা ওয়ার্ডে এক রোগী মারা গেছেন।

এসএমএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।