খুলনা মেডিকেল ল্যাবে আরও ১৯১ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০৯:২৪ এএম, ২৪ জুন ২০২১

খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৫৬৩টি নমুনা পরীক্ষায় ১৯১ জনের করোনা পজিটিভ এসেছে। এ হিসেবে শনাক্তের হার ৩৪ শতাংশ।

বুধবার (২৩ জুন) রাতে খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, খুমেকের পিসিআর মেশিনে ৫৬৩ জনের নমুনা পরীক্ষায় ১৯১ জনের করোনা পজিটিভ এসেছে। এর মধ্যে খুলনার ১৬৫ জন রয়েছেন। এছাড়া বাগেরহাটে ১০ জন, যশোরে ছয়জন, সাতক্ষীরায় চারজন, নড়াইলে চারজন, পিরোজপুরে একজন ও ঝিনাইদহে একজন রয়েছেন।

আলমগীর হান্নান/এসজে/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।