আগুনে ৭ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজারে অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে কোটি টাকার ক্ষতি হয়েছে।
মঙ্গলবার (২২ জুন) দুপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাবাজারের স্থানীয় ব্যবসায়ী জিলু মিয়া ডিজেল, কেরোসিন, পেট্রল ও গ্যাস সিলিন্ডার বিক্রি করতেন। মঙ্গলবার দুপুরে তার দোকানে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে আগুন লেগে যায়। পরে নিমিষেই আশপাশের দোকানেও আগুন ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দোয়ারাবাজার ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে সাতটি দোকান পুড়ে যায়।
সাতটি দোকানে প্রায় কোটি টাকার মালামাল ছিল বলে জানা গেছে।
ব্যবসায়ী জিয়া উদ্দিন জাগো নিউজকে বলেন, ‘আগুন আমার সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। আমি নিঃস্ব হয়ে গেলাম।’
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখানে ৬ থেকে ৭টি দোকান পুড়ে গেছে।
লিপসন আহমেদ/এসআর/এমএস