ডিমলায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ
নীলফামারীর ডিমলায় সোমবার সকালে ডিমলা ইউনিয়ন ফেডারেশনে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। আরডিআরএস বাংলাদেশ কর্তৃক বাস্তবায়নাধীন নিরাপদ পানি স্বাস্থ্যসম্মত পায়খানা ও উন্নত ব্যক্তিগত স্বাস্থ্যাভ্যাস উন্নীতকরণ প্রকল্পের অধীনে এ উদ্যোগ নেয়া হয়।
কিক ট্রেক্সটাইল, জার্মানের আর্থিক সহায়তায় ডিমলা উপজেলার ১০টি ইউনিয়নের এক হাজার ৩৯৮টি অতিদরিদ্র পরিবারের পাঁচ হাজার ২৬১ জন সদস্যের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম উত্তরাঞ্চলের নদীবিধৌত এই এলাকায় আসন্ন শৈত্য প্রবাহের আগে হতদরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণের উদ্যোগকে স্বাগত জানান। তিনি সকল স্বাবলম্বী জনগোষ্ঠিকে আসন্ন শীত নিবারণে অতিদরিদ্র জনগোষ্ঠির প্রতি সাহায্যের হাত প্রসারিত করার আহ্বান জানান।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরডিআরএস বাংলাদেশ এর প্রকল্প ব্যবস্থাপক আব্দুস সালাম, সিনিয়র সোশ্যাল ডেভেলপমেন্ট অফিসার সুমিত্র সরকার, মনিটরিং অফিসার ফুয়াদ খাঁন, ডিমলা জনকল্যাণ সংস্থার সভাপতি নিত্যানন্দ অধিকারী উপস্থিত ছিলেন।
জাহেদুল ইসলাম/এমজেড/পিআর