চাঁপাইনবাবগঞ্জে পৌর কাউন্সিলর প্রার্থীর বাসায় হামলা


প্রকাশিত: ০৬:৪৭ এএম, ০৭ ডিসেম্বর ২০১৫

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার সাতনৈল মহল­ার আওয়ামী লীগ মনোনীত ১নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর প্রার্থীর বাড়িতে ঢুকে রোববার রাতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে দুর্বৃত্তরা। এসময় ওই প্রার্থী ও তার স্ত্রী আহত হন।

আহতরা হলেন, পৌর এলাকার সাতনৈল মহল্লার ১নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর প্রার্থী আব্দুল খালেক মিলন (৪৫) ও তার স্ত্রী নয়াগোলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা নাসরিন আক্তার (৩৮)।

আহত মিলনের ভাই আব্দুল­াহ আল মতি শিশির জাগো নিউজকে জানান, রাত ২টার দিকে ১০/১২ জনের মুখোশ পরিহিত একদল দুর্বৃত্ত আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে বাড়ির মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বাড়ির সদস্যদের হাত-পা বেঁধে ২টি আলমারি ভেঙে ৩০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৬৫ হাজার টাকা নিয়ে যায়। এসময় মিলন বাধা দিলে তাকে ও তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তারা গুরুতর আহত হন। পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাযহারুল ইসলাম জাগো নিউজকে জানান, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তার বাড়িতে হামলা চালিয়েছে। নির্বাচন কেন্দ্রিক কোনো ঘটনা অথবা অন্য কোনো বিষয় থাকতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে বলে তিনি জানান।
 
চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান জাগো নিউজকে বলেন, মিলন পৌর আওয়ামী লীগ কমিটির একজন সদস্য। তিনি স্থানীয় আওয়ামী লীগ মনোনীত ১নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর প্রার্থী। তাই তার উপর হামলা হয়ে থাকতে পারে।

মোহা. আব্দুল­াহ/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।