ঝিনাইদহে ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে


প্রকাশিত: ০৬:৩৩ এএম, ০৭ ডিসেম্বর ২০১৫

ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর বাজারে গাড়ি ও দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনার প্রতিবাদে ব্যবসায়ীদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। রোববার সকাল থেকে দোকান মালিক সমিতির পক্ষ থেকে সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে।

ব্যবসায়ীরা জানায়, ফুটবল খেলাকে কেন্দ্র করে শনিবার রাতে একদল যুবক বাজারে এসে ১৫টি যানবাহন ও ৩টি দোকান ভাঙচুর ও লুটপাট করে। এর প্রতিবাদে তাদের গ্রেফতারের দাবিতে রোববার সকালে দোকান মালিক সমিতি মাইকিং করে ধর্মঘটের ডাক দেয়। হামলাকারীদের গ্রেফতার না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে ব্যবসায়ীরা জানান।

তবে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।