পাহাড়ধস শঙ্কা : ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে মাইকিং
রাঙ্গামাটিতে টানা বৃষ্টিপাতে পাহাড়ধসের শঙ্কা থাকায় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরতদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে মাইকিং করেছে জেলা প্রশাসন।
শনিবার (১৯ জুন) মধ্যরাতে এ বৃষ্টি শুরু হয়। রোববার (২০ জুন) সকালেও অঝোর ধারায় বৃষ্টি পড়ছে বলে জানা যায়।
শনিবার রাতে রাঙ্গামাটি শহরের শিমুলতলী, যুব উন্নয়ন এলাকা, রূপনগর, সনাতন পাড়া এলাকায় রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুনসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকরা।
জানা যায়, শুক্রবার (১৮ জুন) সন্ধ্যা থেকেই থেমে থেমে মাঝারি মানের বৃষ্টিপাত হওয়ায় পাহাড়ধসের শঙ্কায় পাদদেশে বসবাসরত বাসিন্দাদের নিরাপদ স্থানের সরে আসার জন্য আহ্বান জানানো হয়। এসময় বাসিন্দাদের সরে যেতে মাইকিং করে প্রশাসন।
রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘যারা ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে এসেছেন তাদের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে। তবে যারা এখনও সরেননি তাদের সরে আসার জন্য বিভিন্নভাবে উদ্বুদ্ধ করা হচ্ছে। এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ বিভিন্ন এলাকায় গিয়ে বোঝাচ্ছেন। তবে দুর্যোগ ব্যবস্থাপনার আইন অনুযায়ী, তাদের সরে আসার জন্য আমরা বাধ্যও করতে পারি।’
তিনি আরও বলেন, ‘বোঝানোর পরও তারা যদি সরে না আসে তাহলে আমরা আইন প্রয়োগ করবো। পৌর এলাকায় ২৩টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা রয়েছে।’
জেলা প্রশাসনের তথ্যমতে, পৌর এলাকায় ৩৩টি ঝুঁকিপূর্ণ স্থানসহ পুরো জেলায় ঝুঁকিতে বসবাস করছে প্রায় ১৫ হাজার পরিবার। টানা বর্ষণে পাহাড়ধসে রাঙামাটিতে ২০১৭ সালে ১২০ জন ও ২০১৮ সালে ১১ জনের মৃত্যু হয়।
শংকর হোড়/এসএমএম/জিকেএস