ওসমানী মেডিকেলের স্টাফ কোয়ার্টারে আগুন


প্রকাশিত: ১২:০২ এএম, ০৭ ডিসেম্বর ২০১৫

সিলেট নগরের শহীদ শামসুদ্দিন ছাত্রাবাস সংলগ্ন ওসমানী মেডিকেল স্টাফ কোয়ার্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে কোয়ার্টারের কমপক্ষে পাঁচটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

রোববার বিকেল সাড়ে ৪টার দিকে এ অগ্নিকেণ্ডের ঘটনা ঘটে। পরে দমকল বাহিনীসহ স্থানীয় জনতা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা যায়।

কোয়ার্টারের বাসিন্দা হাসপাতালের কর্মী প্রেমলাল ও সেলিম উদ্দিন নামের দু’ব্যক্তির ঘর অগ্নিকাণ্ডে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানা গেছে। ঘটনার পরপরই স্থানীয় কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদীসহ গণমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থল পরিদর্শন করেন।

কাউন্সিলর হাদী জানান, অল্প সময়ের মধ্যে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোয় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে স্টাফ কোয়ার্টার রক্ষা পেয়েছে। এছাড়াও স্থানীয়দের সহযোগিতায় মানুষের জানমাল রক্ষা করা গেছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানান তিনি।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ১নং ওয়ার্ড কমিউনিটি ভলান্টিয়ার গ্রুপের সভাপতি ইমরান আহমদ, সাধারণ সম্পাদক আজিমুজ্জামান, সহ-সভাপতি নজির হুসেন, আব্দুস সামাদ রনি, আনামুল সামীসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণির ব্যক্তিবর্গ।

ছামির মাহমুদ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।