কলমাকান্দায় কবিরাজের ওষুধ খেয়ে একজনের মৃত্যু, অসুস্থ ২


প্রকাশিত: ০৫:৫৬ পিএম, ০৬ ডিসেম্বর ২০১৫

নেত্রকোণার কলমাকান্দায় ভুয়া কবিরাজের ওষুধ খেয়ে একজনের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ হয়েছেন একই গ্রামের আরও দুই নারী। আহতদের প্রথমে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কলমাকান্দা উপজেলার চত্রংপুর গ্রামের মেয়ের বাড়িতে বেড়াতে এসে ভুয়া কবিরাজ লেয়াকত তালুকদারের ওষুধ খেয়ে উপজেলার রাজাপুর গ্রামের আকবর আলী (৬০) রোববার সন্ধায় মারা যান। ওই কবিরাজের ওষুধ খাওয়ার পর আকবর আলীর মেয়ে ও সাতাব আলীর স্ত্রী সুফিয়া আক্তার (৩২) ও আবুচান মিয়ার স্ত্রী হেলেনা আক্তারকে (৪২) মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অসুস্থ হেলেনা আক্তারের ভাই সাইফুল ইসলাম রাত সাড়ে ১০টার দিকে জাগো নিউজকে জানান, দুর্বল শরীর সবল ও খাবারে রুচি আনার জন্য কবিরাজ লেয়াকত তালুকদার ধুতরার বিচি গুড়া করে তিনজনকে খেতে দেয়। খাবার কিছুক্ষণ পরই তিনজন অসুস্থ হয়ে পড়লে তাদের কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিছুক্ষণ পরই অসুস্থ আকবর আলী মারা যান।

এ বিষয়ে জানতে চাইলে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা বশির আহমদ জাগো নিউজকে জানান, ঘটনা শোনার পর হাসপাতালে পুলিশ পাঠিয়ে খোঁজ নেয়া হয়েছে। একজন বৃদ্ধ মারা গেছেন। দু`জনকে ময়মনসিংহে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ঘটনার পর থেকে কবিরাজ লেয়াকত তালুকদার পলাতক রয়েছেন।

কামাল হোসাইন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।